আরজি কর ঘটনার দিনের রহস্যজনক ফোনালাপের প্রমাণ পেয়েছে সিবিআই
পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেলের সাবেক অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট টালা থানার ওসির মধ্যে যোগাযোগ ছিল বলে দাবি করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আর জি কর কাণ্ডে তথ্য-প্রমাণ লোপাটের বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়ায় সিবিআই এ ধরনের অভিযোগ তুলেছে। এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক ভেস্তে যাওয়ায় সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিল করেছে আন্দোলনরত চিকিৎসকদের।