ভাবমূর্তি-সংকট

পোশাক শিল্পের অস্থিরতায় হাতছাড়া হচ্ছে বিপুল অর্ডার

সরকারের কাছে রোডম্যাপ চান মালিকরা

পোশাক শিল্পে অস্থিরতায় ভাবমূর্তি সংকটে হাতছাড়া হচ্ছে বিপুল পরিমাণ অর্ডার। বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাওয়ায় গেল দুই মাসে অন্তত তিন বিলিয়ন ডলারের তৈরি পোশাকের অর্ডার ভারত, ভিয়েতনামসহ প্রতিযোগী দেশে চলে গেছে বলে দাবি খাত সংশ্লিষ্টদের। এই অবস্থায় রপ্তানি কমার পাশাপাশি দীর্ঘ দিন প্রণোদনার টাকা আটকে থাকায় তারল্য সংকটে পড়েছেন পোশাক কারখানার মালিকরা। সংকট কাটাতে বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদে ঋণ এবং এই খাতকে স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ চান তারা।