ভূমিকম্পে ঢাকার যেসব এলাকা সবচেয়ে বেশি ও কম ঝুঁকিপূর্ণ
ভূমিকম্পের ঝুঁকির ক্ষেত্রে ঢাকাকে সাধারণত মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা (Moderate Risk - Zone 2) হিসেবে শ্রেণীবদ্ধ করা হলেও, অপরিকল্পিত নগরায়ণ, ঘনবসতি, এবং পুরোনো/ত্রুটিপূর্ণ ভবন কাঠামোর কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির দিক থেকে ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ঢাকার খুব কাছাকাছি সক্রিয় ফল্ট লাইন (Near Fault Lines) থাকায় দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর সংস্কার বা ভেঙে ফেলা এবং জনগণকে ভূমিকম্প প্রস্তুতি (Earthquake Preparedness) সম্পর্কে সচেতন করা এখনই সবচেয়ে জরুরি কাজ।