ব্রিটিশ শাসনামল
ব্রিটিশ শাসনামলের খুলনা রেলওয়ে কলোনি এখন জরাজীর্ণ বস্তি

ব্রিটিশ শাসনামলের খুলনা রেলওয়ে কলোনি এখন জরাজীর্ণ বস্তি

স্বাস্থ্য ঝুঁকিতে কয়েক হাজার মানুষ

ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠা খুলনার রেলওয়ে কলোনি এখন জরাজীর্ণ বস্তিতে পরিণত হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা না থাকলেও তাদেরকে ভাড়া দিয়ে কলোনিতে থাকছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা কয়েক হাজার মানুষের খোঁজ এখন সংস্কারের।

রেলসিটি সিরাজগঞ্জ এখন ট্রেনশূন্য

রেলসিটি সিরাজগঞ্জ এখন ট্রেনশূন্য

একসময়ের রেলসিটিখ্যাত সিরাজগঞ্জ শহর দুই যুগের ব্যবধানে হয়ে পড়েছে রেলশূন্য। সিরাজগঞ্জ থেকে ঢাকা রুটে একটি মাত্র ট্রেন চললেও গেল ৪ আগস্ট থেকে সেটিও বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। যে কারণে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি রেলসেবা থেকে বঞ্চিত শহরবাসী। পুনরায় ট্রেন চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তবে দ্রুত ট্রেনটি চালুর আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।