ঋষি সুনাক সরকারের মেয়াদ প্রায় ছয় মাস বাকি থাকতেই ব্রিটিনের জাতীয় নির্বাচনের ঘোষণা এলো। যা নিয়ে শুরু হয়েছে কৌতূহল। রহস্যের জট খুলতে বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ান। অন্যদিকে আগাম নির্বাচন নিয়ে ব্রিটিশদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দল লেবার পার্টি বলছে, এবারের নির্বাচনে ঋষি সুনাকের রক্ষণশীল সরকারের সৃষ্ট নানা 'বিশৃঙ্খলা'র অবসান ঘটবে।