ব্যাপক-দরপতন

ট্রাম্পের শপথ গ্রহণের ১ দিনের মাথায় ক্রিপ্টো বাজারে ব্যাপক দরপতন

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র ১ দিনের মাথায় ব্যাপক দরপতনের শিকার ক্রিপ্টোকারেন্সির বাজার। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর বিট কয়েনের দরপতন হয়েছে ৫ শতাংশ। দর হারিয়ে প্রায় অর্ধেকে নেমেছে ট্রাম্প ও মেলানিয়া কয়েনের বিনিময় মূল্য। বিশ্লেষকদের ধারণা, শপথ গ্রহণের পরের ভাষণ ও নির্বাহী আদেশে ভার্চুয়াল মুদ্রার প্রসঙ্গ প্রাধান্য না পাওয়ায় আস্থাহীনতায় বিনিয়োগকারীরা। এদিকে, বাণিজ্য শুল্কারোপের শঙ্কায় কিছুটা অস্থির ইউরোপের পুঁজিবাজার।