খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অনাবাদি থাকছে দুই হাজার একর জমি
শরীয়তপুরের আংগারিয়া-বুড়িরহাট খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অনাবাদি থাকছে দুই হাজার একর জমি। খালটি দখল, দূষণ এবং অসম্পূর্ণ খননের কারণে এখন কার্যত মৃতপ্রায়। পানি উন্নয়ন বোর্ড খালটি খনন করলেও কোন কাজে আসেনি। এখন চাষাবাদ বন্ধের শঙ্কায় দিন কাটছে স্থানীয় কৃষকদের। এদিকে বিকল্প পদ্ধতিতে সেচের ব্যবস্থার কথা জানায় কর্তৃপক্ষ।