বৈরি তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডা। টরোন্টোসহ অনেক শহরে ২০২২ সালের পর সর্বোচ্চ তুষারপাত হয়েছে। টরোন্টো ঢাকা পড়েছে ২০ সেন্টিমিটার তুষারপাতে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। গ্রেটার মন্ট্রিল এরিয়া ঢাকা পড়েছে ৪০ সেন্টিমিটার তুষারপাতে।