কমার্শিয়াল উইং না থাকায় বিদেশি বাজারে পিছিয়ে দেশের পণ্য
বিশ্বের ৮১টি দূতাবাস বা মিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও বেশিরভাগ দেশেই নেই কমার্শিয়াল উইং বা বাণিজ্য বাড়ানোর কোন বিভাগ। আর এতে নিজ দেশের পণ্যগুলো বৈদেশিক বাজার ধরতে পারছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চেষ্টা অব্যাহত রয়েছে।