লুপ কাটিংয়ের মাধ্যমে কুশিয়ারা নদীর গতিপথ বদলের কারণে চর জেগেছে ধলেশ্বরী মোহনায়। ব্যাপক প্রভাব পড়ছে নদী পাড়ের মানুষের জীবন-জীবিকা ও কৃষিতে। সেই সাথে হবিগঞ্জের খোয়াই, রত্না, সুতাং ও ধলেশ্বরী নদীর পানি স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় উজানে বাড়ছে বন্যার ঝুঁকি। স্থানীয়রা বলছেন, জীবন-জীবিকা ও বন্যা নিয়ন্ত্রণে ধলেশ্বরী-কুশিয়ারা মোহনা খনন প্রয়োজন।