আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো: গয়েশ্বর
আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (রোববার, ১৯ জানুয়ারি) বিকেলে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।