১৫ বছরে পুঁজি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন: বিসিএমআইইউএ
পুঁজিবাজারে ২০১০ সালের বড় ধস সহ এখন পর্যন্ত গত ১৫ বছরে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে বিভিন্ন সময়ে অন্তত ১১ জন বিনিয়োগকারী আত্মহত্যা কিংবা হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ (বিসিএমআইইউএ)। আজ (শনিবার, ২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। এমন ক্ষতিগ্রস্তদের ৫০ শতাংশ পুঁজির জোগান দিতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।