ম্যাপল, জায়ু ও ক্লাচ: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিন মাসকটের কোনটির মানে কী
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিতব্য ২৩তম ফুটবল (FIFA World Cup 2026 Mascots Revealed) বিশ্বকাপের বাকি আর মাত্র ৫ মাস। এরই মধ্যে ফুটবল প্রেমীদের মাঝে বিশ্বকাপের টিকিট (World Cup Tickets) নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এই উদ্দীপনার মাঝেই ফিফা (FIFA) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আসরের তিনটি বিশেষ মাসকট (Official Mascots)। আয়োজক তিন দেশের সংস্কৃতি ও ফুটবলীয় পজিশনকে ভিত্তি করে তৈরি করা এই মাসকটগুলো হলো— ম্যাপল, জায়ু ও ক্লাচ।