গ্রীষ্ম-বর্ষায় সন্তানের মাথায় বড় ছাতা 'মা'
গ্রীষ্মে কিংবা বর্ষায় ছাতা হয়ে সন্তানের মাথার ওপর থাকেন, কেবল একজন। সন্তানকে সমস্ত ঝড় সামলে বুকে যখের ধনের মতো আগলে রাখেন রাখেন, সেই একজনই। জন্মলগ্নের শুরু থেকে জীবনের প্রতিটি ধাপে বিপদে আপদে বন্ধু হয়ে ভালোবাসা আর শাসনে আকাবাঁকা পথগুলোকে পিচঢালা পথের মতোন মসৃণ করে দেয় 'মা'।