বিলাসবহুল ট্রেনযাত্রার তালিকায় অন্যতম ভিয়েতনামের 'দ্য ভিনটেজ বাই অনেন্তরা'। দেশটির বিখ্যাত হোটেল অনেন্তরা পর্যটক আকর্ষণ বাড়াতে বিলাসবহুল এই ট্রেন ভ্রমণের সুযোগ তৈরি করেছে। ছয় ঘন্টার একমুখী এই ট্রেনযাত্রায় গুণতে হবে ৫০ হাজার টাকা।