বিলাসবহুল-ট্রেন
বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে ২০২৫
বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে-২০২৫। যেখানে বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চগতির ট্রেন ভ্রমণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে চীন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এমনকি সৌদি আরবও। দেশীয় শিল্প আর বিলাসিতার ছোঁয়ায় সাজানো হয়েছে এসব ট্রেন। এখন শুধু যাত্রী নিয়ে ছোটার অপেক্ষা।
ভিয়েতনামে বিলাসবহুল ট্রেন ভ্রমণে খরচ ৫০ হাজার
বিলাসবহুল ট্রেনযাত্রার তালিকায় অন্যতম ভিয়েতনামের 'দ্য ভিনটেজ বাই অনেন্তরা'। দেশটির বিখ্যাত হোটেল অনেন্তরা পর্যটক আকর্ষণ বাড়াতে বিলাসবহুল এই ট্রেন ভ্রমণের সুযোগ তৈরি করেছে। ছয় ঘন্টার একমুখী এই ট্রেনযাত্রায় গুণতে হবে ৫০ হাজার টাকা।