আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া
বাশার আল আসাদ সরকার বিরোধী বিদ্রোহীরা ৮ বছর পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় সিরিয়ায় ঘনীভূত হচ্ছে সংকট। বিদ্রোহীরা শহরের দখল নেয়ায় এক সপ্তাহ ধরে খাদ্য ও জ্বালানির অভাবে হাহাকার তৈরি হয়েছে আলেপ্পো ও ইদলিবসহ আশপাশের এলাকায়। দীর্ঘলাইনে দাঁড়িয়েও ক্ষুধা নিবারণে একটি রুটি কিনতে পারছেন না অনেকে। জ্বালানি সংকটে পরিবহনের ভাড়া কয়েকগুণ বাড়ায় যাত্রীদের দুর্ভোগও চরমে। গৃহযুদ্ধের কারণে এরচেয়েও কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও নিজ ভূখণ্ড ছাড়তে চান না দামেস্কের বাসিন্দারা।