ভোলাগঞ্জের রেলওয়ে বাংকার থেকে শত কোটি টাকার সম্পদ লুট
সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার থেকে কয়েক রাতেই লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। পুরো এলাকা তছনছ করে, মাটি খুড়ে লুট করা হয়েছে কোটি টাকার পাথর। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট ছাত্র সমন্বয়করা। যদিও প্রশাসন বলছে, সরকারি সম্পদ রক্ষায় তারা নানা পদক্ষেপ গ্রহণ করলেও বাঁচানো যাচ্ছে না সংরক্ষিত স্থাপনাটিকে।