বাংলাদেশ পুনর্গঠনে সুদূরপ্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্রই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য।’ এসময় আঞ্চলিক বাণিজ্য বাড়াতে বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তব রূপ দেয়ার আহ্বান জানান ড. ইউনূস।