বিপণি-বিতান

শীত নিবারণে দোকানে ভিড় উচ্চবিত্তের, সুবিধাবঞ্চিতরা চেয়ে তাদের দিকে

অগ্রহায়ণের শেষ দিকে রাজধানীতে পড়তে শুরু করেছে শীত। যদিও শীত মানে না ধনী দরিদ্রের কোনো পার্থক্য। শীত নিবারণে জন্য নতুন পোশাক আর প্রসাধনী কিনতে একদিকে বিপণি বিতানে ভিড় করছেন সমাজের উচ্চবিত্ত শ্রেণি অন্যদিকে তাদের সাহায্য পানেই চেয়ে আছে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষ। সমাজ বিজ্ঞানীরা বলছেন, রাষ্ট্রীয় সকল সুরক্ষার বাইরে থাকা এই মানুষের জীবনযাপন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের পাশাপাশি বাড়তে হবে ব্যক্তিপর্যায়ের উদ্যোগ।