উপকূলীয় অঞ্চলে বাড়ছে তরমুজের আবাদ
মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় উপকূলে বাড়ছে তরমুজের আবাদ। আগাম ও গ্রীষ্মকালীন মিলিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। যেখান থেকে এবার দেড়শ কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। তবে, তরমুজ চাষে সমৃদ্ধির হাতছানি থাকলেও বিধ্বস্ত ও দুর্বল বেড়িবাঁধ দুর্যোগ-জলোচ্ছ্বাসে খেত তলিয়ে যাওয়ার শঙ্কা হাজারো কৃষকের।