বিদ্যুৎ-সরবরাহকারী-সংস্থা

সুপার হারকিউলিস ব্যবহারেও নিয়ন্ত্রণে আসছে না ক্যালিফোর্নিয়ার দাবানল

চার ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক বিমান সুপার হারকিউলিস দিয়ে লড়াই করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। লস অ্যাঞ্জেলেসের কাস্টাইক লেক এলাকার আগুন ছড়িয়েছে ওট মাউন্টেন ও সান দিয়েগো এলাকায়ও। সান্তা অ্যানা ঝড়ের তাণ্ডবে দাবানল আগ্রাসী রূপ নেয়ায় পুড়ে ছাড়খার হচ্ছে হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।