শুধুমাত্র উৎপাদন শিল্পেই ঋণ প্রায় সাড়ে ৭ লাখ কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, আর মাত্র তিন শতাংশ বাড়লেই পাঁচটি ব্যাংক তাদের সিআরএআর সংরক্ষণে ব্যর্থ হবে। এমনকি তিন শীর্ষ ঋণ গ্রহীতা অর্থ ফেরত না দিলে ১০টি ব্যাংক হারাবে তাদের মূলধন। নাম না প্রকাশের শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, 'রাইট অফ' এ যেতে পারছে না ব্যাংকগুলো।