বিদেশি জাতের মুরগির খামারের সম্ভাবনা বাড়ছে
টাঙ্গাইলে বিদেশি মুরগির খামার তৈরি করেছে তরুণ এক উদ্যোক্তা। কাজী মেহেরাফ হোসেন কৌশিকের খামারে রয়েছে বিভিন্ন দেশের ২৭ জাতের মুরগি। তার সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন আরো অনেকে। অর্থনীতিবিদরা বলছেন, শৌখিন মুরগি পালন গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। আর তরুণ এই উদ্যোক্তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার।