জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে ইসি
ভোটার তালিকায় হালনাগাদের জন্য জুলাই অভ্যুত্থানে আহত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকা ৪০ জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। সকালে এ কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন। এতে আহতরা সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, যেসব আহত ব্যক্তির আঙুল বা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বিশেষ নির্দেশনার মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যে তারা জাতীয় পরিচয়পত্রও পেয়ে যাবেন।