রাজধানীর যানজট নিরসনে এবার নতুন উদ্যোগ; বাতিল হচ্ছে ৩৮০টি বাসরুট
বাতিল হতে যাচ্ছে রাজধানীর ৩৮০টির বেশি বাসরুট। নতুন ২৭টির খসড়া তালিকা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাস্তবায়ন হলে প্রথমবারের মতো যাত্রীরা সুযোগ পাবেন নগরীর দু’প্রান্তে ট্রানজিটহীন যাত্রার। যদিও এসব রুটের বিষয়ে সংযোজন ও সন্নিবেশিত করার সঙ্গে আরও ১৫টি রুট বিন্যাসের প্রস্তাব দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।