শহর যেন আজ সেজেছে বাসন্তী রঙ্গে। প্রেম ও সংগ্রামের প্রতীক বসন্তকে বরণে ব্যস্ত নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলা থেকে বইমেলা সবখানেই বসন্তের আমেজ। সাথে ভালোবাসা দিবসের উদযাপনেও বর্ণিল রাজধানী। তরুণদের আশা, জুলাইয়ের আবহে গড়ে উঠুক ভালোবাসার নতুন দেশ।