ছেলের চিকিৎসা করাতে গিয়ে মরদেহ হলেন একই পরিবারের চারজন
প্রায় তিন বছর যাবত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বড় ছেলে মহায়মিন সিদ্দিকী ফুয়াদ। তাই মাঝে মাঝেই রক্ত দিতে হতো। বুধবার (৮ জানুয়ারি) রাতে ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। রাত বারোটার পর তার বাবা ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচ ফারুক সিদ্দিকী পরিবার নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) রাত ২টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় দুটি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা এএইচ ফারুক সিদ্দকী পরিবারের সদস্যরা নিহত হয়।
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।