যাত্রীবহনে আবেদন ফুরালেও শিল্পখাতে টিকে আছে বাষ্পচালিত ট্রেনের ইঞ্জিন
১৯২০'র দশকে নির্মিত বাষ্পচালিত ট্রেনের ইঞ্জিন। যাত্রীবহনে আবেদন ফুরালেও শিল্পখাতে ধুঁকে ধুঁকে টিকে আছে আজও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নির্মিত ন্যারো গেজ রেলপথে ধোঁয়া উড়িয়ে স্টিম লোকোমোটিভের দেখা ইউরোপে মেলে শুধুই বসনিয়ায়।