সোমালিল্যান্ড স্বীকৃতি না দিলেও ‘ডাবল গেম’ খেলছে লন্ডন
সোমিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও, অঞ্চলটির সরকার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বারবারা বন্দরে ব্যবসা পরিচালনা করছে যুক্তরাজ্য। অভিযোগ রয়েছে, সমুদ্রপথটি দিয়ে সুদানের আধা-সামরিক বাহিনী আরএসএফকে অস্ত্র সরবরাহ করে দুবাই। বিশ্লেষকরা সোমালিয়া ও সুদান ইস্যুতে ব্রিটেনের এ ভূমিকাকে ডাবল গেম বলে উল্লেখ করেছেন। যদিও লন্ডন জানায়, সুদানের চলমান গৃহযুদ্ধের অবসান ও শান্তি চায় ব্রিটেন সরকার।