দল হয়ে একুশে পদক গ্রহণ করলও, বিদ্যমান বিদ্রোহ-বিরোধ থেকে বের হতে পারেনি নারী ফুটবলাররা। সাফজয়ী অধিনায়ক সাবিনারা যখন মুখে কুলুপ এটে থেকেছেন, তখন তরুণী আফিদা শোনালেন গর্বের কথা। সাথে বাফুফে কর্তাদের কণ্ঠেও গর্বের স্বর।