মানিকগঞ্জে বাঁশের বানা, প্রতিমাসে বিক্রি ২৫ লাখ টাকা
মানিকগঞ্জে ঘিওরে তিন যুগ ধরে বাঁশ দিয়ে বানা তৈরি করছেন একটি গ্রামের ২ শতাধিক পরিবার। চাহিদা বাড়ায় আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে বানা তৈরি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব বানা চলে যায় দেশের ১৪টি জেলায়। ঘিওর থেকে প্রতিমাসে বিক্রি হয় অন্তত ২৫ লাখ টাকার বানা।