যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধে কানাডাজুড়ে এখন মার্কিন পণ্য বয়কটের হিড়িক। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটির নাগরিকরা। যদিও নানা পণ্যের ঘাটতি দেখা দেয়ার শঙ্কা এখন প্রবল। বড় অর্থনৈতিক শক্তির দেশগুলোর বাণিজ্যিক লড়াইয়ে বাংলাদেশের মতো অর্থনীতির দেশগুলো লাভবান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।