আরব আমিরাতের বাজারে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা
উঁচু উঁচু দালান আর নগরের চাকচিক্য-পর্যটকদের কাছে সংযুক্ত আরব আমিরাত মানে আভিজাত্য। তবে, নামি-দামি শপিংমলের বাইরে স্থানীয় বাজার ও দোকানপাটে ঘুরে বেড়াতে পছন্দ করেন পর্যটকদের একটি বড় অংশ। এমনই একটি জায়গা ফুজাইরাহ শহরের অদূরে পাহাড়ের কোলঘেঁষে থাকা মাসাফি ফ্রাইডে মার্কেট। সেখানে তাজা ফলের পসরা সাজিয়ে বসেন শত শত বাংলাদেশি।