কোটা বাতিলের দাবিতে সারাদেশে 'বাংলাদেশ ব্লকেড' কর্মসূচির ঘোষণা
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রবিবার থেকে সারাদেশে 'বাংলাদেশ ব্লকেড' কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (শনিবার, ৬ জুলাই) বিকেলে শাহবাগে এই ঘোষণা দিয়ে তা পালনে দেশের সব শিক্ষার্থী-অভিভাবকদের আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক ফাহিম নাহিদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।