সাতক্ষীরায় প্রথমবার বিনা-১৭ জাতের ধান পরীক্ষামূলক চাষে সফলতা মিলেছে। নতুন জাতের এ ধান আবাদে সার, পানি কম লাগছে, কাটাও যাচ্ছে আগেভাগেই। উন্নত গুণাগুণ সম্পন্ন ও খরা সহিষ্ণু হওয়ায় কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে বিনা-১৭।