চীনজুড়ে চলছে বার্ষিক শীতকালীন উৎসব। হেইলংজিয়াং প্রদেশের হারবিন সিটির পর এবার বরফ উৎসব শুরু হয়েছে আরও দুই শহরে। বরফের তৈরি বিশালাকৃতির ভাস্কর্যের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে বরফের বিশাল স্লাইড।