গানম্যান পায় কারা এবং কেন? আবেদন করবেন যেভাবে
বর্তমান সময়ে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি বা সামাজিক অবস্থানের কারণে অনেকেই ব্যক্তিগত বডিগার্ড বা গানম্যান (Police Bodyguard or Gunman) রাখার প্রয়োজনীয়তা অনুভব করেন। তবে বাংলাদেশে চাইলেই যে কেউ গানম্যান পেতে পারেন না। এটি মূলত রাষ্ট্রীয় প্রটোকল এবং আবেদনকারীর জীবনের ঝুঁকির ওপর নির্ভর করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদরদপ্তরের কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমেই কেবল এই নিরাপত্তা বরাদ্দ দেওয়া হয়।