উৎসব না হলেও দেশব্যাপী বিভিন্ন বিদ্যালয়ে চলছে বই বিতরণ
এবার উৎসব না হলেও দেশব্যাপী বিভিন্ন বিদ্যালয়ে চলছে বই বিতরণ কার্যক্রম। তবে, বিদ্যালয়গুলোতে চাহিদা মতো বই না পৌঁছানোর সে কার্যক্রমও হয় সীমিত পরিসরে। অনেক শিক্ষার্থীই পাননি নতুন শ্রেণির পাঠ্য বই। এতে আনন্দে কিছুটা ভাটা পড়েছে। তবে, জানুয়ারির মধ্যে সব বিদ্যালয়ে বই দেয়ার আশা সংশ্লিষ্টদের।