ফ্লাইট-ডাইভারশন

আধুনিক ল্যান্ডিং সিস্টেমে যাচ্ছে শাহজালাল, কুয়াশাতেও সহজ হবে ফ্লাইট ওঠানামা

আধুনিক ল্যান্ডিং সিস্টেমে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর। আইএলএস ক্যাটাগরি ওয়ান থেকে টুতে উন্নীত হচ্ছে। ৩০০ মিটার ভিজিবিলিটিতেই নামতে পারবে উড়োজাহাজ। আগে যেটার জন্য লাগতো কমপক্ষে ৬০০ মিটার। আর আধুনিক এই সিস্টেমে ঘন কুয়াশাতেও সহজ হবে ফ্লাইট ওঠানামা। কমে আসবে ফ্লাইট ডাইভারশন। সঙ্গে পুরো শীতকালে পালাক্রমে ২৪ ঘণ্টা খোলা রাখা হবে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। বেবিচকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের এয়ারলাইন্সগুলো।