ভারতের ঘনিষ্ঠ মিত্র দাবি করা আওয়ামী লীগের তিন দফার শাসনামলে সীমান্তে প্রাণ গেছে ছয় শতাধিক বাংলাদেশির। ২০২৪ সালে বিএসএফের হাতে দেশের একক বিভাগ হিসেবে সর্বোচ্চ সংখ্যক ১০ জনের প্রাণহানি হয়েছে রংপুর বিভাগে। এদিকে পরিবর্তিত প্রেক্ষাপটে আসন্ন ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলনে ঘিরে বিচারের আশায় ফের বুক বাঁধছেন কুড়িগ্রামের ফেলানির পরিবার।