দেশজুড়ে নাশকতা: ফেনী টাঙ্গাইল-নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় যানবাহনে আগুন
ফেনী ও টাঙ্গাইলে বাসে এবং নারায়ণগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এদিকে, গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করেছে যুবলীগের কর্মীরা। নাশকতার চেষ্টাকালে ভবানীপুর থেকে পেট্রোল বোমার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও ফরিদপুরের ভাঙ্গা থেকে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।