সাফ জয়ের পর ফুটসালেও ইতিহাস, স্বপ্নযাত্রার গল্প জানালেন মাসুরা
ফুটবলে সাফের শিরোপা ছুঁয়ে দেখা হয়েছে আগেই। এবার ফুটসালেও অংশ নিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছে বাংলাদেশ। যে দলের অন্যতম তারকা মাসুরা পারভিন। এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন সেই স্বপ্নযাত্রার গল্প। আপাতত ফুটবল নয় ফুটসালেই নজর দিতে চান জাতীয় দলের এ ফুটবলার। তবে সুযোগ পেলে আবারও নারী জাতীয় ফুটবল দলে নিজেকে মেলে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন মাসুরা।