মশাবাহিত ফাইলেরিয়া বা গোদ রোগ আক্রান্ত ব্যক্তিকে পঙ্গু করে দেয়। যে কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ওপর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ে। এ রোগের চিকিৎসায় অস্ত্রোপচারে বাড়ে জটিলতা। অন্যদিকে গোদ রোগবাহী ম্যানসোনিয়া মশার উপস্থিতি মিলেছে দেশে। যা ছড়িয়ে পড়লে ফের বাড়তে পারে গোদ রোগী।