পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগে চারজন বিনিয়োগকারী ও দু'টি প্রতিষ্ঠানকে এক কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০২৩ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কোম্পানটির শেয়ার কারসাজি করে দাম বাড়িয়েছে কারসাজি চক্র। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ার কারসাজির অপরাধ তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।