ওএমএসের ট্রাক সেলের পর এবার ৫০টি পয়েন্টে ১৫টি কৃষিপণ্য বিক্রি
বাজারের চেয়ে কম দামে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে ওএমএসের ট্রাক সেলের পর এবার রাজধানীর আরও ৫০টি পয়েন্টে ১৫টি কৃষিপণ্য বিক্রি শুরু করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) সকালে টিসিবি ভবনের সামনে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কমের সহযোগিতায় ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় তিনি জানান, সিন্ডিকেট ভাঙার কাজ চলছে।