আজ শেষ হচ্ছে কুষ্টিয়ার আখড়াবাড়ির তিনদিনের সাধুসঙ্গ
কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনের সাধুসঙ্গ শেষ হচ্ছে আজ (শনিবার, ১৮ অক্টোবর)। প্রাণের সঙ্গ ছেড়ে ভেজা চোখে চলে যাচ্ছেন সাধু-বাউলরা। তবে সাধুসঙ্গ শেষ হলেও লালন মেলা চলবে আরও দু’দিন। আর এ কারণেই কিছু সাধু-বাউল এখনও রয়ে গেছেন আখড়াবাড়িতেই, সাঁইজির সান্নিধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, লালন দর্শনে মানুষের আগ্রহ বাড়ছে, তাই এবারের আয়োজনে ভিড় ছিল অন্যবারের চেয়ে বেশি।