সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্বাধীনতার পর দেশের যে ক’জন উদ্যোক্তা পুরোপুরি নিজের চেষ্টায়, একেবারে শূন্য থেকে বড় শিল্পগোষ্ঠী গড়েছেন, দেশে শিল্পায়নের ভিত তৈরি করেছেন, নিভৃতে অর্থনীতিতে রেখেছেন অপরিসীম অবদান—সে স্বপ্নদ্রষ্টাদেরই একজন স্বনামধন্য শিল্পপতি ও শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমান।