নাইজেরিয়ায় অপহরণের এক মাস পর ১৩০ শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ার সেন্ট মেরি'স স্কুল থেকে অপহরণের এক মাসের মাথায় ১৩০ শিক্ষার্থীকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। তবে কোনো মুক্তিপণ দিতে হয়েছে কি-না বা অপহরণকারী চক্রের কাউকে আটক করা হয়েছে কি-না তা নিশ্চিত করা হয়নি। এছাড়া প্রায় একশ শিক্ষার্থী, শিক্ষক ও গির্জার উপাসকের সুনির্দিষ্ট তথ্য না পাওয়া নিরাপত্তার শঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।