রাজশাহীর ৬ আসনে মনোনয়ন যাচাই শেষ: বৈধ ১৯, বাতিল ১৮, স্থগিত ১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের ৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, ১৮ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।